ইটের মাটির ওয়েদারিং, ব্লেন্ডিং, টেম্পারিং বলতে কী বুঝায়? ইট তৈরির ধাপগুলো ধারাবাহিক ভাবে লিখুন।

✪ ইটের মাটির ওয়েদারিং, ব্লেন্ডিং, টেম্পারিং বলতে কী বুঝায়? ইট তৈরির ধাপগুলো ধারাবাহিক ভাবে লিখুন। ➤ উত্তরঃ ওয়েদারিংঃ ইটের কাদার জন্য নির্বাচিত মাটি বর্ষার পূর্বে কেটে স্তুপীকৃত করে রাখা হয়। এতে মাটির উপাদানসমূহ আবহক্রিয়ার প্রভাবে উত্তমরুপে মিশ্রিত হয় এবং মাটির গুণগতমান বৃদ্ধি পায়। এ প্রক্রিয়া ‘ওয়েদারিং’ নামে  পরিচিত। ব্লেন্ডিংঃ ইটের কাদার মান উন্নয়নে  বর্ষার পর পক্ষকালের…