বিটুমেন এবং টার এর মধ্যে প্রার্থক্য

▣ Bitumen এবং Tar এর মধ্যে প্রার্থক্য কি?

উত্তরঃ বিটুমেনঃ বিটুমেন কালো বা বাদামী বর্ণের বাঁধনীগুন সম্পন্ন জৈব রাসায়নিক যৌগ বিশেষ । এগুলো কঠিন বা আধা কঠিন আকারে প্রকৃতিতে পাওয়া যায় । আবার বিটুমেন সমৃদ্ধ পেট্রোলিয়ামকে পাতনের মাধ্যমে কৃত্রিম উপায়ে রিফাইনারীতে তৈরি করা যায়। এগুলো আর্দ্রতারোধী স্তরে এবং রাস্তার কাজে, রঙ এর উপাদান হিসাবে বিশেষভাবে ব্যবহৃত হয়।
কাজঃ বিটুমেন একটি জোড়ক বা বাঁধুনীগুণ সম্পন্ন ও আর্দ্রতারোধী সামগ্রী। তাই সড়ক নির্মাণে এগ্রিগেট এর জোড়ক অ সড়ক সাবগ্রেডে পানি অনুপ্রবেশ রোধে বিটুমেন ব্যবহার করা হয়।

টারঃ বায়ুর অনুপস্থিতিতে জৈব সামগ্রীর (কয়লা, তেল, কাঠ, লিগনাইট, পিট ইত্যাদি) বিধ্বংসী পাতন করলে উপজাত হিসেবে যা পাওয়া যায় তাই টার।
কাজঃ সড়কের পেভমেন্ট নির্মাণে কোল টার ও ওয়াটার গ্যাস টার ব্যবহার করা হয়।

Written By        ___SHUVONGKOR___

Leave a comment